‘রিয়ালে রোনালদোর উত্তরাধিকারী নেইমার’

ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। এরই মধ্যে রিয়ালের সাবেক স্পোর্টিং ডিরেক্টর হোর্হে ভালদানো জানালেন সান্তিয়াগো বের্নাবেউয়ে পর্তুগিজ তারকার সবচেয়ে কাছের উত্তরাধিকারী হিসেবে নেইমারকে দেখার কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 03:18 AM
Updated : 15 June 2018, 03:18 AM

গত বছর অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা কথা শোনা যাচ্ছে।

গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। পরে অবশ্য পর্তুগিজ ফরোয়ার্ড থেকে যাওয়ারও আভাস দেন।

রিয়ালের সাবেক খেলোয়াড় ও কোচ ভালদানো ফরাসি দৈনিক লেকিপকে জানান, ৩৩ বছর বয়সী রোনালদোর যোগ্য উত্তরসূরি হবেন নেইমার।

“আমি অবশ্যই বলব, রিয়াল মাদ্রিদে খেলার পর্যায়ে আছে নেইমার। আমার কাছে, সে-ই (রিয়ালে) ক্রিস্তিয়ানো রোনালদোর সবচেয়ে কাছের উত্তরাধিকারী।”

“আমার মনে হচ্ছে, একজন মেধাবী খেলোয়াড়, যে আগামী পাঁচ বছরে পূর্ণতায় পৌঁছাবে তার ওপর বাজি ধরার আকাঙ্ক্ষাটা ন্যায়সঙ্গত।”

নেইমার এ মুহূর্তে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।