যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বিশ্বকাপ পছন্দ নয় মারাদোনার

উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত পছন্দ হয়নি দিয়েগো মারাদোনার। আর্জেন্টাইন এই কিংবদন্তির মতে, তিন দেশেই ফুটবল তেমন জনপ্রিয় নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 09:18 PM
Updated : 14 June 2018, 09:18 PM

বুধবার ফিফার কংগ্রেসে ভোটে আফ্রিকার দেশ মরক্কোকে হারিয়ে স্বাগতিক হওয়ার মর্যাদা পায় উত্তর আমেরিকার দেশ তিনটি। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে ৪৮ দেশ। ৩৪ দিনের এই টুর্নামেন্টে হবে মোট ৮০ ম্যাচ। ৬০ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, ১০টি করে ম্যাচ হবে মেক্সিকো ও কানাডায়।

তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে মেক্সিকো। ৫৭ বছর বয়সী মারাদোনার এই সিদ্ধান্ত একবারেই ভালো লাগেনি।

“আমার এটা পছন্দ হয়নি। মেক্সিকোর এটা প্রাপ্য নয়। ওরা ব্রাজিল বা জার্মানির বিপক্ষে খেলবে.... আর ‘বুম’, ওরা টুর্নামেন্টের বাইরে চলে যাবে।”

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা ১৯৮৬ সালে মেক্সিকোতেই জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা।

“কানাডিয়ানরা হয়তো স্কিয়ার হিসেবে ভালো। আর আমেরিকানরা বিজ্ঞাপানের জন্য চাইবে ২৫ মিনিটের চারটি ভাগ।”