রাশিয়ার কাছে বড় হারে লজ্জিত সৌদি আরব কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2018 02:41 AM BdST Updated: 15 Jun 2018 04:30 AM BdST
বিশ্বকাপ বরাবরই সৌদি আরবের জন্য কঠিন জায়গা। শেষ যে তিনবার খেলার সুযোগ মিলেছিল, প্রতিবারই গ্রুপের তলানিতে ছিল এশিয়ার দলটি। এক যুগ পর ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে ফিরে রাশিয়ার কাছে উড়ে গেছে সৌদি আরব। একপেশে ম্যাচে নিজের দলের পারফরম্যান্সে লজ্জিত কোচ হুয়ান আন্তোনিও পিস্সি।
স্বাগতিকদের কাছে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে হারে সৌদি আরব। ১৯৩৪ আসরের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের কাছে কোনো দলের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার। ম্যাচ শেষে হতাশার কথা জানান পিস্সি।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রাশিয়া। বিশ্বকাপের আগে টানা ৭ ম্যাচে জয় না পাওয়া দলটি দ্বিতীয়ার্ধে সৌদি আরবের জালে বল পাঠায় আরও তিনবার। একবারের জন্যও স্বাগতিক গোলরক্ষক ইগর আকেনফিভকে পরীক্ষায় ফেলতে পারেনি এশিয়ার দলটি। লক্ষ্যে রাখতে পারেনি কোনো শট।
চিলিকে বিশ্বকাপে নিতে ব্যর্থ হওয়ার পর সে দেশের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন পিস্সি। সাত মাস ধরে সৌদি আরবের দায়িত্ব পালন করা এই কোচ মনে করেন, মাঠে বাজে পারফরম্যান্সের প্রতিফলন স্কোর লাইন।
“একটি বাজে পারফরম্যান্সে এই ফল হয়েছে। আমাদের কৌশলের কথা বললে অবশ্যই পরিবর্তন করতে হবে। আমাদের এখন এই হতাশার অনুভূতি ভুলে যেতে হবে আর পরের ম্যাচের কথা ভাবতে হবে। এই খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে।”
১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্বাগতিক ফ্রান্সের কাছে ৪-০ গোলে হেরেছিল সৌদি আরব। সেবার কোচ কার্লোস আলবের্তো পাহেইরাকে বহিষ্কার করেছিল তারা। ব্রাজিলিয়ান কোচ তার আগের আসরেই বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন তার দেশকে।
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি