জার্মানির কাছে ভরাডুবির পর ‘অনেক শিখেছে’ ব্রাজিল

জার্মানির কাছে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে বিব্রতকর হারের পর গত চার বছরে ব্রাজিল অনেক কিছু শিখেছে বলে দাবি করেছেন দলটির মিডফিল্ডার পাওলিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 04:43 PM
Updated : 14 June 2018, 04:43 PM

২০১৪ সালের বিশ্বকাপে বেলো হরিজন্তেতে নিজেদের মাঠে সমর্থকদের সামনে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল।

সেই ম্যাচের খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের বর্তমান দলে টিকে থাকা কয়েকজনের একজন পাওলিনিয়ো জানান, অতীত একপাশে রেখে সামনে এগিয়ে যেতে চান তারা।

“আমরা যেটা করছি, সেটা হচ্ছে অতীতটাকে এক পাশে রেখে দেওয়া। আমাদের আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস আছে।”

“বিষয়গুলো ব্রাজিলের জন্য যেভাবে যাচ্ছে, এটা পরিষ্কার যে, আত্মবিশ্বাস আগের চেয়ে বেশি। অনেক দিক থেকে ব্রাজিল আরও বেশি প্রস্তুত। (সেই হার) এটা ফুটবলের অংশ। চার বছরে আমরা অনেক কিছু শিখেছি।”

রোববার রস্তোভে বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অপর ‍দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।