লোপেতেগির বরখাস্তে 'প্রভাব পড়বে না' স্পেন দলে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2018 10:16 PM BdST Updated: 13 Jun 2018 10:16 PM BdST
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্তের ঘটনা স্পেন দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন অধিনায়ক সের্হিও রামোস।
মঙ্গলবার লোপেতেগির সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। এর পরদিনই ৫১ বছর বয়সী এই কোচকে ছাঁটাই করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার জায়গায় বিশ্বকাপের জন্য ফের্নান্দো ইয়েররোকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়ে নিয়োগ দিয়েছে তারা।
শুক্রবার প্রতিবেশী পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ মিশন শুরু হবে স্পেনের। 'বি' গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী মরক্কো ও ইরান।
বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে নামার আগমুহূর্তে কোচিংয়ে পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না রামোস।
এক টুইট বার্তায় স্পেনের রক্ষণভাগের তারকা এই খেলোয়াড় লিখেছেন, "আমরা জাতীয় দল। আমরা একটা রং, সমর্থক, দেশের প্রতিনিধিত্ব করি। দায়িত্ব ও দায়বদ্ধতা আপনার সঙ্গে থাকে...গতকাল, আজ ও আগামীকাল, একসঙ্গেই আছি।"
স্পেনের কোচের দায়িত্ব নেওয়া ইয়েররো খেলোয়াড় হিসেবে ছিলেন বেশ সফল। রিয়ালের হয়ে পাঁচবার লা লিগার পাশাপাশি জিতেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
তবে কোচ হিসেবে খুব একটা অভিজ্ঞ নন ইয়েররো। ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় সারির দল ওভিয়েদোর দায়িত্ব নেওয়ার আগে ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন স্পেনের সাবেক এই সেন্টার-ব্যাক।
গত নভেম্বর থেকে স্পেন দলের ক্রীড়া পরিচালকের দায়িত্বে ছিলেন ইয়েররো।
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
-
৫ বছরে তিন ফাইনাল লিভারপুলের জন্য স্পেশাল: ক্লপ
-
রাডুকানুর পর কেরবারকে বিদায় করে দিলেন সাসনোভিচ
-
থিয়াগো ও ফাবিনিয়োকে পেয়ে পূর্ণ শক্তির লিভারপুল
-
ইন্দোনেশিয়া পৌঁছেছে দল, শনিবার থেকে অনুশীলন
-
‘এমবাপেকে না পাওয়াটা রিয়ালের জন্য বড় হতাশার’
-
‘অভিজ্ঞতায় রিয়াল এগিয়ে থাকলেও ফাইনালে কেউ ফেভারিট নয়’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন