সূক্ষ্ম অফসাইডের ক্ষেত্রে পতাকা নামিয়ে রাখবেন রেফারি

রাশিয়া বিশ্বকাপে সহকারী রেফারিদের সূক্ষ্ম অফসাইডের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে পতাকা তুলতে নাও দেখা যেতে পারে। বিশ্বকাপে প্রথমবারের ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের সুবিধা থাকায় রেফারিদের এসব ক্ষেত্রে অফসাইড না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 01:05 PM
Updated : 13 June 2018, 01:05 PM

ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কল্লিনা মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

“আপনারা যদি দেখেন, কোনো সহকারী রেফারি পতাকা ওঠাচ্ছে না; তার মানে এটা নয় যে, সে ভুল করছে। এর মানে হচ্ছে, পতাকা নামিয়ে রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাকে সে শ্রদ্ধা করছে।”

“তাদের পতাকা নামিয়ে রাখতে বলা হয়েছে, যখন টাইট অফসাইডের ঘটনা ঘটবে। সেটা খুবই প্রতিশ্রুতিশীল একটা আক্রমণ বা গোলের সুযোগের সময় হতে পারে। যদি সহকারী রেফারি পতাকা ওঠান, তাহলে সবই শেষ হয়ে যায়।”

“যদি সহকারী রেফারি পতাকা নিচের দিকে রাখেন এবং খেলাটা চলতে দেন, হতে পারে শেষ পর্যন্ত একটা গোল হলো। প্রযুক্তি ব্যবহার করে সেটা পর্যালোচনার সুযোগ থাকবে তখন।”