নাইকির সমালোচনায় ইরান কোচ

ইরানের উপর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে দেশটির বিশ্বকাপ দলের সদস্যদের জন্য বুট সরবরাহ করায় অস্বীকৃতি জানানোয় নাইকির সমালোচনা করেছেন কোচ কার্লোস কিরোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 11:34 AM
Updated : 13 June 2018, 11:34 AM

ইরানের কোচ তার দলের খেলোয়াড়দের কাছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানকে ক্ষমা চাইতে বলেছেন।
 
নাইকি এক বিবৃতিতে জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটির একটি কোম্পানি হিসেবে নাইকি এই মুহূর্তে ইরানিয়ান জাতীয় দলকে বুট সরবরাহ করতে পারছে না।
  
সেন্ত পিতার্সবুর্গে শুক্রবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে ইরান দল। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ স্পেন ও পর্তুগাল।
 
বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে নাইকির এমন অবস্থানের জন্য ফিফার হস্তক্ষেপ কামনা করেছেন কুইরোস। তবে ব্যাপারটাকে হতাশা হিসেবে না নিয়ে বরং অনুপ্রেরণার উৎস হিসেবে নিতে চান পর্তুগিজ কোচ।
 
স্কাই স্পোর্টসকে কুইরোস বলেন, “এটা আমাদের অনুপ্রেরণার উৎস হয়েছে।”
 
“আমার মতে নাইকির শেষ মন্তব্যটা অপ্রয়োজনীয় এক বিবৃতি। সবাই এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানে।”
 
“তাদের ক্ষমা চাওয়া উচিত। কারণ ২৩ জন ছেলের বিরুদ্ধে এমন অহংকারী আচরণ খুবই হাস্যকর ও অপ্রোজনীয়।”