বিশ্বকাপের আগের দিন বরখাস্ত স্পেন কোচ

বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেন ফুটবল ফেডারেশন প্রধান কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 10:17 AM
Updated : 13 June 2018, 10:54 AM

মঙ্গলবার ৫১ বছর বয়সী এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তির খবর দেয় রিয়াল মাদ্রিদ। এর পরদিনই লোপেতেগিকে ছাঁটাই করল স্পেনের ফুটবল ফেডারেশন। কারণ হিসেবে ফেডারেশনকে কিছু না জানিয়েই তার রিয়ালের সঙ্গে যোগাযোগ করার কথা জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। আর শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান।

রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে একটি ম্যাচ খেলা লোপেতেগি ২০০৩ সালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সহাকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পোর্তোয় যাওয়ার আগে স্পেন অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচিং করান।

৫১ বছর বয়সী এই কোচের অধীনে কোনো ম্যাচ হারেনি স্পেন। ২০ ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা, বাকি ৬টি হয়েছে ড্র।