সে রকম ফুটবল-পাগল নয় ব্রাজিলিয়ানরা

বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু এক জরিপের ফলে দেখা গেছে, ব্রাজিলিয়ানরা তেমন ফুটবল-পাগল নয়!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2018, 09:00 AM
Updated : 13 June 2018, 09:00 AM

নিয়েলসন স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান ফুটবল নিয়ে কোনো দেশের মোট জনগোষ্ঠীর কত শতাংশ আগ্রহী তা হিসেব করে ৩০টি দেশের একটি তালিকা করেছে যার ত্রয়োদশ স্থানে আছে ব্রাজিল।

জরিপে সাক্ষাৎকারে ৬০ শতাংশ ব্রাজিলিয়ান জানান, ফুটবলের প্রতি আগ্রহী তারা।

২০১৪ বিশ্বকাপের আগের বছর করা একই ধরনের আরেকটি জরিপে ৭২ শতাংশ ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন। নিজেদের মাঠে হওয়া গত বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল।

তালিকায় সবার ওপরে আছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ৮০ শতাংশ বাসিন্দা ফুটবলের প্রতি আগ্রহের কথা জানিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডে এই হার ৭৮ শতাংশ।

তালিকায় এর পরে থাকা ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, তুরস্ক ও চিলির ৭৫ শতাংশ মানুষের ফুটবলের প্রতি আগ্রহ আছে।