রিয়ালের নতুন কোচ লোপেতেগি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2018 09:17 PM BdST Updated: 12 Jun 2018 09:41 PM BdST
রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন স্পেনের বর্তমান কোচ হুলেন লোপেতেগি।
মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে তিন বছরের চুক্তিতে লোপেতেগিকে নিয়োগ দেওয়ার খবরটি জানায় রিয়াল কর্তৃপক্ষ। রাশিয়া বিশ্বকাপের পর ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দিবেন স্পেনের সাবেক এই গোলরক্ষক।
গত ৩১ মে হঠাৎ করেই পদত্যাগের সিদ্ধান্ত জানান তার কদিন আগেই রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিনেদিন জিদান। কারণ হিসেবে ফরাসি এই কোচ জানিয়েছিলেন, ক্লাবটির সাফল্যের ধারা ধরে রাখতে ‘অন্য একটি কণ্ঠ, অন্য কর্মপদ্ধতির প্রয়োজন’।
পর্তুগালের ক্লাব পোর্তোয় দুই বছর কোচিং করানোর পর ২০১৬ সালের জুলাইয়ে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন লোপেতেগি। তার অধীনেই আসছে বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে খেলতে নামবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।
রিয়াল মাদ্রিদ মূল দলের হয়ে একটি ম্যাচ খেলা লোপেতেগি ২০০৩ সালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলের সহাকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। পোর্তোয় যাওয়ার আগে স্পেন অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের কোচিং করান।
৫১ বছর বয়সী এই কোচের অধীনে এখন পর্যন্ত হারেনি স্পেন। ২০ ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা, বাকি ৬টি ড্র।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল