বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতারা

বিশ্বকাপে ১৯৮২ সাল থেকে আসরের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন শু দেওয়া শুরু হয়েছিল। ২০১০ সালে এই পুরস্কারের নাম বদলে দাঁড়ায় গোল্ডেন বুট। তবে এসব পুরস্কার চালুর অনেক আগে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড গড়েন ফ্রান্সের জুস্ত ফঁতেইন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2018, 03:28 AM
Updated : 12 June 2018, 03:28 AM

বিশ্বকাপের প্রতিটি আসরের সর্বোচ্চ গোলদাতা:

১৯৩০: গিয়েরমো স্তাবিলে (আজেন্টিনা) ৮টি

১৯৩৪: অলদ্রিখ নেয়েদলি (চেকোস্লোভাকিয়া) ৫টি

১৯৩৮: লিওনিদাস (ব্রাজিল) ৭টি

১৯৫০: আদেমির (ব্রাজিল) ৮টি

১৯৫৪: সানদোর কোচিশ (হাঙ্গেরি) ১১টি

১৯৫৮: জুস্ত ফঁতেইন (ফ্রান্স) ১৩টি

১৯৬২: ফ্লোরিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেস (চিলি), ভাভা (ব্রাজিল) ৪টি

১৯৬৬: ইউজেবিও (পর্তুগাল) ৯টি

১৯৭০: জার্ড মুলার (জার্মানি) ১০টি

১৯৭৪: জেগ্রোস লাটো (পোল্যান্ড)৭টি

১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা)৬টি

১৯৮২: পাওলো রস্সি (ইতালি) ৬টি

১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৬টি

১৯৯০: সালভাতোর স্কিল্লাচি (ইতালি) ৬টি

১৯৯৪: ওলেগ সালেনকো (রাশিয়া) খ্রিস্তো স্ত্রইচকফ(বুলগেরিয়া) ৬টি

১৯৯৮: দাভোর সুকের (ক্রোয়েশিয়া) ৬টি

২০০২: রোনালদো (ব্রাজিল) ৮টি

২০০৬ মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ৫টি

২০১০: টমাস মুলার (জার্মানি) ৫টি

২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া) ৬টি