‘জার্মানিকে সবাই হারাতে চাইবে’

ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো প্রতিদ্বন্দ্বী দলগুলো উন্নতি করেছে বলে মনে করেন ইওয়াখিম লুভ। জার্মানির কোচের ধারণা, এবারের বিশ্বকাপে তার দলকে হারানোই সবার লক্ষ্য থাকবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 05:13 PM
Updated : 11 June 2018, 05:13 PM

লুভের অধীনে ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১৬ সালে ইউরোতে সেমি-ফাইনাল খেলে জার্মানি। ২০১৭ সালে জিতে কনফেডারেশন্স কাপ। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে রাশিয়া বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি।

মস্কোয় আগামী রোববার মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপ প্রসঙ্গে ৫৭ বছর বয়সী লুভ বলেন, “আপনি যদি বিশ্ব চ্যাম্পিয়ন, কনফেডারেশন্স কাপ জয়ী হন এবং তিন-চার বছর ধরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিনের মধ্যে থাকেন তখন বিশেষভাবে আপনাকে হারানোর চেষ্টা করা হবে।”

“সব দলই বর্তমান চ্যাম্পিয়নদের হারাতে চাইবে।”

রাশিয়ায় সাফল্য ধরে রাখতে পারলে টানা দুইবার বিশ্বকাপ জেতা ইতালির কোচ ভিত্তোরিও পোৎসোর পাশে নাম লেখাবেন লুভ। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে এই নজির গড়েছিলেন পোৎসো।

গত চার বছরে আরও শক্তিশালী হয়ে ওঠা বড় প্রতিদ্বন্দ্বীগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লুভ।

“ফ্রান্স আরও এগিয়েছে। স্পেনের উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনারও।”

“অবশ্যই, আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে অনেক অর্থবহ। এটা ঐতিহাসিক কিছু হবে।”