‘ক্লাব ভবিষ্যৎ নয়, বিশ্বকাপে নজর রোনালদোর’

রিয়াল মাদ্রিদে নিজের ভবিষতে নয়, বিশ্বকাপেই এখন ক্রিস্তিয়ানো রোনালদোর পুরো নজর বলে জানালেন পর্তুগাল দলে তার সতীর্থ মানুয়েল ফের্নান্দেস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 02:27 PM
Updated : 11 June 2018, 02:27 PM

গত মাসে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পরই ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দেন রোনালদো। যদিও ওই মুহূর্তে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলে স্বীকার করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। তবে নিজের সম্ভাব্য দল-বদলের ব্যাপারটা রহস্যের মধ্যে রেখেই জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় বড় শিরোপা জয়ের মিশনে নামছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

২০১৬ সালে পর্তুগালের ইউরো জয়ে বড় অবদান রাখা রোনালদোর ব্যাপারে ফের্নান্দেস বলেন, “আমি তাকে স্বাভাবিকই দেখছি। ভবিষ্যৎ নিয়ে তাকে উদ্বিগ্ন মনে হচ্ছে না।”

“জাতীয় দল যা করছে তা নিয়ে ও পর্তুগালকে সহযোগিতা করা নিয়ে সে খুবই মনোযোগী।”

আগামী শুক্রবার সোচিতে স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের রাশিয়া বিশ্বকাপ অভিযান। ‘বি’ গ্রুপে ফের্নান্দো সান্তোসের দলের অপর দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান।

বিশ্বকাপে পর্তুগাল দলকে খুব বেশি রোনালদো নির্ভর হিসেবে দেখা হচ্ছে। বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন ফের্নান্দেস। 

“সে দলের জন্য যেমন একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তেমনি বিশ্বের অন্যতম সেরাও। এটা স্বাভাবিক যে তার ওপর আমাদের কিছু নির্ভরতা আছে।”

“এটা পুরোপুরিই স্বাভাবিক বিষয়। তবে পর্তুগাল ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছিল দলের কারণে, ব্যক্তি বিশেষের কারণে নয়।”