বিশ্বকাপের রোল অব অনার

রাশিয়ায় বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। আগের ২০ আসরে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ৮টি দেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 12:06 PM
Updated : 11 June 2018, 12:06 PM

সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চারটি করে শিরোপা ঘরে তুলেছে ইতালি ও জার্মানি। উরুগুয়ে আর আর্জেন্টিনা বিশ্বসেরা হয়েছে সমান দুইবার করে।

ইউরোপ আর দক্ষিণ আমেরিকার বাইরে এখনও কোনো দেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। আর ছয়বার স্বাগতিক দেশ বিশ্বকাপ ট্রফি তুলে ধরেছে।

রোল অব অনার:

সাল

চ্যাম্পিয়ন

রানার্সআপ

স্বাগতিক দেশ

১৯৩০

উরুগুয়ে

আর্জেন্টিনা

উরুগুয়ে

১৯৩৪

ইতালি

চেকোস্লোভাকিয়া

ইতালি

১৯৩৮

ইতালি

হাঙ্গেরি

ফ্রান্স

১৯৫০

উরুগুয়ে

ব্রাজিল

ব্রাজিল

১৯৫৪

পশ্চিম জার্মানি

হাঙ্গেরি

সুইজারল্যান্ড

১৯৫৮

ব্রাজিল

সুইডেন

সুইডেন

১৯৬২

ব্রাজিল

চেকোস্লোভাকিয়া

চিলি

১৯৬৬

ইংল্যান্ড

পশ্চিম জার্মানি

ইংল্যান্ড

১৯৭০

ব্রাজিল

ইতালি

মেক্সিকো

১৯৭৪

পশ্চিম জার্মানি

নেদারল্যান্ডস

পশ্চিম জার্মানি

১৯৭৮

আর্জেন্টিনা

নেদারল্যান্ডস

আর্জেন্টিনা

১৯৮২

ইতালি

পশ্চিম জার্মানি

স্পেন

১৯৮৬

আর্জেন্টিনা

পশ্চিম জার্মানি

মেক্সিকো

১৯৯০

পশ্চিম জার্মানি

আর্জেন্টিনা

ইতালি

১৯৯৪

ব্রাজিল

ইতালি

যুক্তরাষ্ট্র

১৯৯৮

ফ্রান্স

ব্রাজিল

ফ্রান্স

২০০২

ব্রাজিল

জার্মানি

দক্ষিণ কোরিয়া-জাপান

২০০৬

ইতালি

ফ্রান্স

জার্মানি

২০১০

স্পেন

নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকা

২০১৪

জার্মানি

আর্জেন্টিনা

ব্রাজিল