অস্ট্রিয়ার কড়া ট্যাকলে ক্ষুব্ধ নেইমার

চোট কাটিয়ে ফেরার পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমে দারুণ ফুটবল খেললেন নেইমার। তবে অস্ট্রিয়ার খেলোয়াড়দের ফাউলে বারবার থামতে হল তাকে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকলের ধরনে ক্ষুব্ধ ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2018, 08:20 PM
Updated : 11 June 2018, 02:58 AM

ভিয়েনায় রোববার অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এক গোল করে রোমারিওর (৫৫ গোল) পাশে বসেন নেইমার। তিতের দলের জয়ে অপর দুই গোলদাতা গাব্রিয়েল জেসুস ও ফিলিপে কৌতিনিয়ো।
 
গত বিশ্বকাপে কলম্বিয়ার কামিলো সুনিগার কড়া ট্যাকলে স্বপ্ন ভেঙেছিল নেইমারের। ছিটকে পড়েছিলেন সেমি-ফাইনালের আগে।
 

গত ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের ট্যাকলে মেটাটারসাল ভেঙে যায় নেইমার। চোট কাটিয়ে গত রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি নামেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই প্রথম শুরু একাদশে ফেরেন পিএসজির এই ফরোয়ার্ড। এ ম্যাচে আটবার ফাউলের শিকার হওয়া নেইমার ম্যাচ শেষে বলেন, স্বাগতিকরা যেন মিক্সড মার্শাল আর্টের কৌশল খাটিয়েছিল। তবে কোনো চোট ছাড়াই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করতে পেরে ‍খুশি তিনি। 
“আমরা আজকের ইউএফসির (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের) জন্য প্রস্তুত ছিলাম। তবে এটা ভালো যে দলের সবাই চোটমুক্ত আছে।”
আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।