ফরাসি ওপেনে নাদালের একাদশ শিরোপা

ফরাসি ওপেনে শিরোপা জেতার রেকর্ডটা রাফায়েল নাদাল নিলেন আরও বাড়িয়ে। অস্ট্রিয়ার ডমিনিক টিমকে হারিয়ে প্রতিযোগিতাটির একাদশ শিরোপা জিতেছেন ক্লে কোর্টের রাজা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2018, 04:33 PM
Updated : 10 June 2018, 05:00 PM

প্যারিসের রোলাঁ গাঁরোয় রোববার পুরুষ এককের ফাইনালে সপ্তম বাছাই টিমকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শিরোপা ধরে রাখেন শীর্ষ বাছাই নাদাল।  

স্পেনের এই তারকার সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামে ফাইনাল খেলা ২৪ বছর বয়সী টিম।

নাদাল দ্বিতীয় খেলোয়াড় যিনি কোনো গ্র্যান্ড স্ল্যাম ১১ বার জিতলেন। এর আগে ১৯৬০ থেকে ১৯৭৩ সালের মধ্যে ১১ বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কৃতিত্ব দেখান অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা মার্গারেট কোর্ট।

ক্যারিয়ারে ১৭তম গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল রোলা গাঁরোয় এ নিয়ে জিতলেন ৮৬তম ম্যাচ। প্রতিযোগিতাটিতে এ পর্যন্ত খেলা ৮৮ ম্যাচের দুটিতে মাত্র হেরেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।