থাইল্যান্ডে ৫৫তম সিদ্দিকুর

শেষ রাউন্ডেও ভালো খেলতে পারেননি সিদ্দিকুর রহমান। যৌথভাবে ৫৫তম হয়ে থাইল্যান্ড ওপেন শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2018, 10:48 AM
Updated : 10 June 2018, 10:48 AM

থাই কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডে একটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই শট বেশি খেলা এই গলফার ৫৫তম হয়েছেন আরও চার জনের সঙ্গে ।

থাইল্যান্ডের এই প্রতিযোগিতায় সিদ্দিকুরের শুরুটা মোটামুটি ভালো ছিল। প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেছিলেন ২০১৩ সালে সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এই গলফার। শুরুর ছন্দ পরের রাউন্ডগুলোতে হারিয়ে ফেলেন তিনি।

পারের চেয়ে ১৩ শট কম খেলে তিন লাখ ডলার প্রাইজমানির এই আসরে সেরা হয়েছেন স্বাগতিক দেশের পানুফল পিত্তায়ারাত।