ইউরোপিয়ান টুর্নামেন্টে ৩ ম্যাচ নিষিদ্ধ বুফ্ফন

আচরণ বিধি ভাঙার দায়ে ইউভেন্তুসের সাবেক গোলরক্ষক জানলুইজি বুফ্ফনকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 05:30 PM
Updated : 5 June 2018, 05:42 PM

ঘটনাটি এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লেগে। সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ করা সময়ের শেষ মুহূর্তে লুকাস ভাসকেসকে গোলমুখে মেধি বেনাতিয়া ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি মাইকেল অলিভার। ক্রিস্তিয়ানো রোনালদোর সফল স্পট কিকে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে শেষ চারে ওঠে জিনেদিন জিদানের দল।

শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্তটি না দিলে দুই লেগ মিলিয়ে সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়াতো ম্যাচটি। আর মূলত এ কারণেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখেছিলেন বুফ্ফন।

ইউভেন্তুসে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানা বুফ্ফন পিএসজিতে যোগ দিতে পারেন বলে সংবাদ মাধ্যমের খবর। তুরিনের ক্লাবটিতে নয়টি সেরি আসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন ইতালির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক।