চোটের কারণে শারাপোভার বিপক্ষে সরে দাঁড়ালেন সেরেনা

চোটের কারণে মারিয়া শারাপোভার বিপক্ষে ফরাসি ওপেনের শেষ ষোলোর লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 04:18 PM
Updated : 4 June 2018, 04:18 PM

রোলা গাঁরোয় সোমবার মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে এই দুই তারকার মুখোমুখি হওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে হাজির হয়ে চোটের কথা জানান সেরেনা। 

গত বছর প্রথমবারের মতো মা হওয়ার পর সম্প্রতি কোর্টে ফিরেন সেরেনা। লম্বা বিরতিতেও ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকার খেলায় ঘটেনি ছন্দ পতন।

বুকের ডান পাশের মাংসপেশিতে সমস্যার কথার জানিয়ে সেরেনা জুলাইয়ে উইম্বডলন চ্যাম্পিয়ন্সশিপেও খেলা নিয়ে শঙ্কার কথা বলেন।

“আমি স্ক্যান করাবো। রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত উইম্বলডনের ব্যাপারে আমি জানাতে পারবো না।”

গত শনিবার তৃতীয় রাউন্ডে একাদশ বাছাই জার্মানির জর্জেসের বিপক্ষে খেলার সময় চোটটা প্রথম টের পেয়েছিলেন সেরেনা। তা সত্ত্বেও রোববার বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে দ্বৈত লড়াইয়ে খেলেন। শারাপোভার বিপক্ষে নামার আগে সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টায় ছিলেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। 

“এর আগে আমি কখনই এমন চোটে পড়েনি। জীবনেও এমনটা অনুভবও করিনি। এটা খুবই বেদনাদায়ক। আমি জানি না, কিভাবে এটা আমি কাটিয়ে উঠবো।”