বার্সার সঙ্গে উমতিতির নতুন চুক্তি

বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন সামুয়েল উমতিতি। কাম্প নউয়ে ২০২৩ সাল পর্যন্ত থাকবেন ফরাসি এই সেন্টার-ব্যাক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 02:53 PM
Updated : 4 June 2018, 02:53 PM

গত সপ্তাহেই চুক্তির শর্তাবলীতে রাজি হওয়া উমতিতি সোমবার আনুষ্ঠানিকভাবে সই করেছেন। এতে তার রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো। 

আগের চুক্তিতে ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের বাইআউট ক্লজ ছিল মাত্র ৬ কোটি ইউরো। বাইআউট ক্লজের পরিমাণ খুব কম হওয়ায় তাকে দলে টানতে আগ্রহী ছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

তাছাড়া গত অগাস্টে বাইআউট ক্লজের অর্থ শোধ করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে বার্সেলোনা থেকে দলে নেয় পিএসজি। এই ঘটনা দলে দুই বছর আগে যোগ দেওয়া উমতিতির ব্যাপারে ভাবিয়ে তোলে কাতালান ক্লাবটিকে।  

উমতিতির বাইআউট ক্লজ এক লাফে ৪৪ কোটি ইউরো বাড়ানো নিয়ে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বলেন, “আমরা মনে করি, এই ক্লজের কারণে কেউই তাকে নেওয়ার চেষ্টায় এখানে আসবে না।" 

এবারের মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জেতা দলটির সঙ্গে নতুন চুক্তি করা নিয়ে উমতিতি ‘খুশি ও গর্বিত’।

“প্রথম দিন থেকেই, এখানে আমার বাড়ির মতো মনে হয়েছে। এখন আমি এখানে দীর্ঘ সময় থাকতে চাই। এই নগর, এই দলে আমি ভাল আছি। আমার প্রতি সবার আস্থা আছে। আর এই কারণেই আমি ক্লাবটি ছাড়ছি না। এটাই আমার বাড়ি।”