মেসি 'গ্রেট' নন!

বার্সলোনা তারকা লিওনেল মেসি কিংবদন্তি ফুটবলারদের সারিতে নন বলে মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ফ্রান্সেসকো বুইয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 01:31 PM
Updated : 4 June 2018, 01:32 PM

চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও নয়টি লা লিগা শিরোপা জয়সহ ক্লাবের হয়ে সাফল্যের শেষ নেই পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী মেসির। এবারের মৌসুমেও বার্সেলোনার লা লিগা শিরোপা পুনরুদ্ধার এবং কোপা দেল রে জয়ে রাখেন বড় অবদান। সব ধরনের প্রতিযোগিতায় করেন ৪৫ গোল।

অন্যদিকে, মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সমান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোরও মৌসুমটা দারুণ কেটেছে। রিয়ালের হয়ে জেতেন টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 

তবে সেরার প্রশ্নে যেকোনো দিক থেকেই মেসির চেয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও পর্তুগালের হয়ে একবার ইউরো জেতা রোনালদোকেই এগিয়ে রাখছেন বুইয়ো। আর্জেন্টিনা অধিনায়ককে খোঁচা দিতেও ছাড়েননি স্পেনের সাবেক এই খেলোয়াড়।

"লিগ ও কোপা দেল রে জয়ের জন্যই কী মেসি এখানে? সেরা খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতে।"

"মেসির আশেপাশে বার্সেলোনায় বড় মাপের অনেক খেলোয়াড় আছে। তাকে আপনারা যতটা ফল নির্ধারক মনে করেন আসলে সে ততটা নয়।"

অবশ্য বার্সেলোনার মতো আর্জেন্টিনা দলেও সবচেয়ে বড় ভরসার নাম মেসি। তার হাত ধরেই রাশিয়া বিশ্বকাপে শিরোপার স্বপ্ন দেখছে দেশটি।

১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ মিশন। 'ডি' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।