'রোনালদোর চেয়ে মেসিকে আটকানো কঠিন'

মাঠের লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিকে আটকালো বেশি কঠিন বলে মনে করেন স্কোদ্রান মুস্তাফি। এর কারণটাও ব্যাখ্যা করেছেন আর্সেনালের জার্মান ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2018, 02:58 PM
Updated : 3 June 2018, 02:58 PM

ক্লাবের হয়ে ২০১৭-১৮ মৌসুমটা দারুণ কাটিয়েছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৪৫ গোল। ছন্দ ধরে রেখেছেন জাতীয় দলের হয়েও। গত বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাইতির বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ে করেন হ্যাটট্রিক।

২০১৬ সালে আর্সেনালে নাম লেখানোর আগে ভালেন্সিয়ায় ছিলেন মুস্তাফি। লা লিগার ক্লাবটির হয়ে মেসি ও রোনালদোর বিপক্ষে লড়ার অভিজ্ঞতা তার আছে। নিজের অভিজ্ঞতার আলোকে ২৬ বছর বয়সী খেলোয়াড় জানালেন, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো নয়, তার দেখা খেলোয়াড়দের মধ্যে বার্সেলোনা ফরোয়ার্ড মেসিই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

"লিওনেল মেসি আমার কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ভালেন্সিয়ার হয়ে আমি তার বিপক্ষে তিনবার খেলেছি। আপনি তার ব্যাপারে আগে থেকে কিছুই বলতে পারবেন না। সে ছোটখাটো হলেও খুব ক্ষিপ্র। ঘনঘন দিক বদলায়।" 

মুস্তাফির মতে, ম্যাচে তিন জন মিলে মেসিকে আটকানোর চেষ্টা করলেও তাকে রোখা মুশকিল।

"রোনালদো ডি-বক্সে অনেকটা স্ট্রাইকারের মতো। মেসি ভালো কিছু পাসও দিতে পারে। সতীর্থদের আরও শক্তিশালী করে তোলে। আমার কাছে সে বিশ্বের সেরা খেলোয়াড়।"