ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে নেইমার: তিতে

ব্রাজিল সমর্থকদের দারুণ এক সংবাদ দিয়েছেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলের সেরা তারকা নেইমার খেলবেন বলে নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2018, 09:19 PM
Updated : 2 June 2018, 09:19 PM

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য রোববার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চোট কাটিয়ে ওঠা নেইমারের এ ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিতে।

“নেইমার বেঞ্চে থাকবে। কেননা, সে চোট থেকে সেরে ওঠার পর্যায়ে আছে। সে দ্বিতীয়ার্ধে নামবে। কেননা, এটা আমাদের জন্য, পুরো দলের জন্য প্রস্তুতি ম্যাচ। সে খেলবে।”

নেইমারের সেরে ওঠা ব্রাজিলের জন্য যেমন জরুরি। দলের অন্যদের প্রয়োজনের সময় হাল ধরাটা জরুরি বলেও মনে করিয়ে দিয়েছেন তিতে।

“নেইমারকে একজন নায়ক হতে হবে এবং বাকিদেরও নায়ক হতে হবে।

পিএসজির হয়ে গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকে খেলার বাইরে নেইমার। তিন মাসের বেশি সময় পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। 'ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।