শেষ ষোলোয় মুখোমুখি সেরেনা-শারাপোভা

জার্মানির ইউলিয়া গর্গেসকে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেনের শেষ ষোলোয় উঠেছেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ রুশ তারকা মারিয়া শারাপোভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2018, 07:24 PM
Updated : 2 June 2018, 07:25 PM

গত বছর কন্যা সন্তানের জন্ম দেওয়া সেরেনা শনিবার রাতে একাদশ বাছাই গর্গেসকে ৬-৩, ৬-৪ গেমে হারান।

এর আগে দিনের অন্য ম্যাচে ষষ্ঠ বাছাই চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন দুই বারের চ্যাম্পিয়ন শারাপোভা।

৩৬ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সেরেনা ও ৩১ বছর বয়সী শারাপোভা আগামী সোমবার শেষ আটে ওঠার লড়াইয়ে কোর্টে নামবে।

শারাপোভার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। এ পর্যন্ত মোট ২১ বারের মুখোমুখি লড়াইয়ের ১৯টিতেই জিতেছেন মার্কিন তারকা। মোট পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন শারাপোভা দুটি জয় পেয়েছিলেন ২০০৪ সালে।

ডোপিংয়ের কারণে দীর্ঘদিন বাইরে থাকা শারাপোভা গত আসরে ওয়াইল্ড কার্ড না পাওয়ায় খেলতে পারেননি। ফলে ২০১৫ সালের পর বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলছেন তিনি।

আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর থেকে টেনিসের বাইরে থাকায় এবার রোলা গাঁরোয় অবাছাই হিসেবে খেলছেন গত সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেয়া ৩৬ বছর বয়সী এই তারকা।

মেয়েদের এককে শেষ ষোলোয় আরও উঠেছেন তৃতীয় বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসা ও দ্বাদশ বাছাই জার্মানির আঞ্জেলিক কেরবার।

পুরুষ এককের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নাদাল সহজ জয় পেয়েছেন। ফ্রান্সের রিচার্ড গাসকেকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা।