বিশ্বকাপের আগেই ভবিষ্যত জানাবেন বার্সার 'টার্গেট' গ্রিজমান

বিশ্বকাপের আগেই নিজের ভবিষ্যৎ ঠিকানা নিশ্চিত করতে পারেন বলে জানিয়েছেন ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2018, 11:41 AM
Updated : 2 June 2018, 11:41 AM

আতলেতিকো মাদ্রিদের সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও সংবাদ মাধ্যমের জোর গুঞ্জন, নতুন মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

শুক্রবার ইতালির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন গ্রিজমান। ম্যাচের পর সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, প্রতিযোগিতাটির (বিশ্বকাপ) আগেই এটা করা হবে।”

২০১৭-১৮ মৌসুমে আতলেতিকোর হয়ে সর্বোচ্চ ২৯টি গোল করেন গ্রিজমান। ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে ক্লাবটিতে নাম লেখানোর পর থেকেই দলটির আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ফ্রান্সের। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।