কষ্টের জয়ে ফরাসি ওপেনের শেষ ষোলোয় জোকোভিচ

স্পেনের রবের্তো বাউতিস্তার বিপক্ষে প্রায় চার ঘণ্টার লড়াইয়ে জিতে ফরাসি ওপেনের শেষ ষোলোয় উঠেছেন নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2018, 05:23 PM
Updated : 1 June 2018, 07:33 PM

শুক্রবার রোলা গাঁরোয় ত্রয়োদশ বাছাই বাউতিস্তাকে তিন ঘণ্টা ৪৮ মিনিট স্থায়ী ম্যাচে ৬-৪, ৬-৭, ৭-৬, ৬-২ গেমে হারান সার্বিয়ার জোকোভিচ। কনুইয়ের চোটে দীর্ঘদিন বাইরে থাকার পর ২০তম বাছাই হিসেবে এই টুর্নামেন্টে খেলছেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ৩০তম বাছাই ফের্নান্দো ভেরদাস্কোর বিপক্ষে খেলবেন ৩১ বছর বয়সী জোকোভিচ। তৃতীয় রাউন্ডে চতুর্থ বাছাই ও এটিপি ওয়ার্ল্ড ট্যুরের গতবারের চ্যাম্পিয়ন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারিয়েছেন ভেরদাস্কো।

কঠিন লড়াই করে জিততে হয়েছে দ্বিতীয় বাছাই আলেক্সান্ডার ভেরেভকেও। বসনিয়ার দামির জুমহুরকে ৬-২, ৩-৬, ৪-৬, ৭-৬, ৭-৫ গেমে হারিয়েছেন এই জার্মান।

মেয়েদের এককে শেষ ষোলোয় ওঠার পথে সহজ জয় পেয়েছেন কারোলিন ওজনিয়াকি। ফ্রান্সের পলিনকে ৬-০, ৬-৩ গেমে হারান সাবেক নাম্বার ওয়ান ডেনমার্কের ওজনিয়াকি।