সুপার ফাইভে জয়ে শুরু আবাহনীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সোনালী ব্যাংককে সহজে হারিয়েছে আবাহনী লিমিটেড। ৪-০ গোলের জয়ে প্রিমিয়ার ডিভিশন হকির সুপার ফাইভে শুভসূচনা করেছে মাহবুব হারুনের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2018, 02:16 PM
Updated : 1 June 2018, 02:21 PM

লিগের প্রথম পর্বে সোনালী ব্যাংকে ৯-১ গোলে হারিয়েছিল আবাহনী।

ভারী বর্ষণের কারণে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার খেলা শুরু হয় ঘণ্টা দেড়েক পর। ১৯তম মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী।

২৪তম মিনিটে সবুজই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। তাজউদ্দিন আহমেদের পুশ তাহের আলি স্টপ করার পর এই ডিফেন্ডারের হিটে পরাস্ত গোলরক্ষক। ৩০তম মিনিটে মহসিনের ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করে নিয়ে বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় দলটি। ৩৭তম কৃষ্ণ কুমারের পুশ সারোয়ার স্টপ করার পর খোরশেদুর রহমানের হিট ফিরার পর ফিরতি হিটে লক্ষ্যভেদ করেন তাজউদ্দিন।

শেষ দিকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে সোনালী ব্যাংক। ৪৫তম মিনিটে ইরফানুল হকের রিভার্স হিট গোলরক্ষক আবু সাইদ নিপ্পন ফেরান। দুই মিনিট পর রাজীব দাসের হিট পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয় সোনালী ব্যাংকের হতাশা আরও বাড়ে।

১২ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট আবাহনীর। সোনালী ব্যাংকের ২৪।