‘চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের আধিপত্য, ঘুমিয়ে বার্সেলোনা’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2018 04:50 PM BdST Updated: 31 May 2018 04:50 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের আধিপত্যের সময়টায় ঝিমিয়ে পড়া বার্সেলোনার কঠোর সমালোচনা করেছেন দলটির সাবেক তারকা খেলোয়াড় চাভি এরনান্দেস।
কিয়েভে গত শনিবার ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ক্লাব হিসেবে টানা তৃতীয়বার ইউরোপ সেরা প্রতিযোগিতার আধুনিক সংস্করণের শিরোপা ঘরে তোলে রিয়াল। শেষ পাঁচ মৌসুমে চারবার আর সব মিলিয়ে ত্রয়োদশ বারের মতো ইউরোপ চ্যাম্পিয়ন হয় তারা। অপর দিকে, গত চার মৌসুমে তৃতীয় বার লা লিগা শিরোপা জিতে বার্সেলোনা।
ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি সফল হতে পারেনি এ পর্যন্ত মোট পাঁচবার প্রতিযোগিতাটির শিরোপা জেতা বার্সেলোনা। সবশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি রোমার কাছে হেরে এবার কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেয়।
বার্সেলোনার এই ব্যর্থতা মানতে পারছেন না দলটির হয়ে চার বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা মিডফিল্ডার চাভি। স্পেনের কিংবদন্তি তুল্য এই ফুটবলারের মতে, লুইস সুয়ারেস, ফিলিপে কৌতিনিয়ো ও উসমান দেম্বেলের মতো খেলোয়াড়দের দলে টানার পরও ইউরোপ সেরা প্রতিযোগিতায় 'ঘুমন্ত' অবস্থায় আছে কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ভাগ্যও সহায় থাকে বলে মনে করেন চাভি। এবারের আসরে তার প্রমাণও মেলে। ফাইনালে প্রতিপক্ষ লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহর চোটে পড়ে যাওয়া এবং লরিস কারিয়ুসের দুটি অমার্জনীয় ভুলে সহজেই জয় পায় জিনেদিন জিদানের দল।
"সবকিছুই রিয়াল মাদ্রিদের অনুকূলে ছিল। (পিএসজির) নেইমার, (বায়ার্ন মিউনিখের) আরিয়েন রবেন, জেরোমে বোয়াটেংয়ের মতো খেলোয়াড়দের চোটে পড়া এবং রেফারির সিদ্ধান্তগুলোর সুবিধা।"
"চোটে পড়ে লিভারপুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বায়ার্ন ও লিভারপুলের গোলরক্ষকদের ভুলের সুবিধাও তারা পেয়েছে।"
"এটা জাদুকরের মতো লাগে। তবে বিষয়টা হলো বার্সেলোনা ঝিমিয়ে পড়েছে। মনে হচ্ছে, বার্সেলোনা শিরোপা জিতছে বটে। তবে অন্যরা জিতছে চ্যাম্পিয়ন্স লিগ।"
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের