অস্ট্রিয়ার বিপক্ষে ফিরছেন নয়ার

চোটের কারনে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2018, 03:36 PM
Updated : 30 May 2018, 03:36 PM

বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে থাকা বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড় শনিবার অস্ট্রিয়ার বিপক্ষে খেলবেন বলে জানিয়েছেন জার্মানির গোলকিপিং কোচ আন্দ্রেস কোপকে।

পা ভাঙায় গত সেপ্টেম্বর থেকে কোনো ম্যাচ খেলেননি নয়ার। তা সত্ত্বেও রাশিয়া বিশ্বকাপের জার্মানি দলে জায়গা পেতে কোনো সমস্যা হয়নি ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের। ২০১৪ সালে ব্রাজিলে তাদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

চোট কাটিয়ে সম্প্রতি পূর্ণ অনুশীলনে ফেরা জার্মানি ও বায়ার্নের অধিনায়ক প্রসঙ্গে কোপকে বলেন, "পরিস্থিতির বিচারে বলা যায়, মানুয়েল নয়ার শনিবার খেলবে। এই মুহূর্তে এই ম্যাচগুলো তার দরকার।"

নয়ারকে শুরুর একাদশেই খেলানো হবে, নাকি বদলি হিসেবে নামানো হবে-এমন প্রশ্নের জবাবে কোপকে জানান, বিষয়টা পরিস্থিতির উপর নির্ভর করছে। 

১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির বিশ্বকাপ মিশন। 'এফ' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।