ইতালি ছেড়ে ফ্রান্সের ফুটবলে পাড়ি জমাচ্ছেন চিলির এই ফরোয়ার্ড।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার সোনালী ব্যাংকের কাছে ১৩-১ গোলে হারে ওয়ান্ডারার্স। ১১ ম্যাচে ১০ হার ও এক ড্রয়ে পাওয়া ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে লিগ শেষ করল তারা। ওয়ান্ডারার্স একমাত্র ড্রটি (০-০) করেছিল আজাদ এসসির সঙ্গে।
আগেই সুপার ফাইভে খেলা নিশ্চিত করা সোনালী ব্যাংকের অষ্টম জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিন জন। রাজীব দাস ৫টি, দ্বীন ইসলাম ইমন ৪টি ও প্রসেনজিৎ রায় ৩টি গোল করেন। অপর গোলদাতা ফজলে হোসেন।
সোমবার প্রথম ম্যাচে সমীর রায়ের জোড়া গোলে সাধারণ বীমাকে ৪-৩ ব্যবধানে হারায় ওয়ারী ক্লাব। জয়ী দলের অভয় ও মুকিতুল একটি করে গোল করেন। ১১ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ওয়ারী। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট সাধারণ বীমার।