চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল দাপট

চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়লেন প্রতিপক্ষের সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ। দুটি গোলে থাকল ভাগ্যের স্পর্শ। দ্বিতীয়ার্ধে বদলি নেমে জোড়া গোল করলেন গ্যারেথ বেল। লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তৃতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরা প্রতিযোগিতায় জিতল ত্রয়োদশ শিরোপা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 04:28 PM
Updated : 27 May 2018, 04:58 PM

শিরোপা হাতে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের বাঁধ ভাঙা উল্লাস।

শিরোপায় চুমো খাচ্ছেন জোড়া গোল করা গ্যারেথ বেল।

ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

রিয়ালের কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিনেদিন জিদান।

শিরোপা অধরাই থেকে গেল লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের।

মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ সমর্থকদের উল্লাস।

দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করার পর গ্যারেথ বেলের উল্লাস।

সতীর্থদের গ্যারেথ বেলের গোল উদযাপন।

সাদিও মানের গোলে সমতায় ফিরেছিল প্রথমে পিছিয়ে যাওয়া লিভারপুল।

রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়া করিম বেনজেমার উল্লাস।

গোলপোস্টের নিচে বিবর্ণ একটি রাত কেটেছে লিভারপুল গোলরক্ষকের।

চোট পেয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহকে।

বল দখলের লড়াইয়ে মোহামেদ সালাহকে টেনে ধরেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস।

চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোহামেদ সালাহ।

ম্যাচ শুরু হওয়ার আগে মোহামেদ সালাহ-ক্রিস্তিয়ানো রোনালদোর করমর্দন।

ফাইনালের আগে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন।