রিয়াল-আতলেতিকো সাফল্যে মিলানের রেকর্ড স্পর্শ মাদ্রিদের

ইউরোপা লিগ জিতেছিল আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখায় ২৪ বছর পর একই শহরের দুটি ক্লাব জিতল একই বছরে ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই প্রতিযোগিতার শিরোপা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 02:02 PM
Updated : 27 May 2018, 02:02 PM

এর আগে একবারই এমনটা দেখেছে ফুটবল বিশ্ব। ১৯৯৪ সালে মিলানের দুই ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান যথাক্রমে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা কাপ চ্যাম্পিয়ন হয়েছিল।

তবে তখন উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতলে সুযোগ মিলত না সুপার কাপে। এতেই এক জায়গায় মিলানকে ছাড়িয়ে যাচ্ছে মাদ্রিদ। আগামী ১৫ আগস্ট এবারের উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল রিয়াল ও আতলেতিকো। একই শহরের দুই ক্লাব এর আগে কখনোই উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়নি।

২০১৪ ও ২০১৬ সালেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই মাদ্রিদ। আর কোনো শহরের দুটি দল এমন কোন প্রতিযোগিতার ফাইনালে পরস্পরের বিপক্ষে খেলতে পারেনি।