‘চ্যাম্পিয়ন্স লিগের নাম হওয়া উচিত সিআরসেভেন চ্যাম্পিয়ন্স লিগ’

ক্লাব ফুটবলে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের নাম বদলে ‘সিআরসেভেন চ্যাম্পিয়ন্স লিগ’ করার পরামর্শ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 10:00 AM
Updated : 27 May 2018, 10:14 AM

শনিবার রাতে কিয়েভে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে লিভারপুলকে হারানোয় প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

তবে ফাইনালে খুব একটা খুঁজে পাওয়া যায়নি রোনালদোকে। যেন নিজের ছায়া হয়ে ছিলেন রিয়ালের সবচেয়ে বড় তারকা।  দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা গ্যারেথ বেল জোড়া গোল করে বড় অবদান রাখেন দলের জয়ে।

ম্যাচের পরে রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করার পাশাপাশি পর্তুগাল অধিনায়ক কথা বলেছেন চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাফল্য নিয়েও। চলতি আসরে ১৫ গোল করে সপ্তমবারের মতো আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন এই ফরোয়ার্ড।

“কে আবারও সর্বোচ্চ গোলদাতা? চ্যাম্পিয়ন্স লিগের বদলে সিআরসেভেন চ্যাম্পিয়ন্স লিগ নামে ডাকা উচিৎ।”

“আমি পাঁচবার জিতেছি এবং আমি আবারও সর্বোচ্চ গোলদাতা। তাই আমার মন খারাপ হতে পারে না।”

রেকর্ড ত্রয়োদশ বারের মতো এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। একই সাথে ইউরোপ সেরার আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হলো জিনেদিন জিদানের দল।