‘রিয়াল এখন কিংবদন্তি দল’

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাধারী আগে থেকেই ছিল রিয়াল মাদ্রিদ। লিভারপুলকে হারিয়ে সংখ্যাটাকে ১৩-তে নিয়ে গেল দলটি। অধিনায়ক সের্হিও রামোসও তাই দাবি করলেন, তাদের দলটি এখন কিংবদন্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 11:45 PM
Updated : 26 May 2018, 11:52 PM

শনিবার রাতে ইউক্রেনের কিয়েভে করিম বেনজেমা ও গ্যারেথ বেলের গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারায় রিয়াল।

আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ল রিয়াল। সব মিলিয়ে বায়ার্ন মিউনিখের পর প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের দল।

ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ছিল রিয়াল। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রামোস জানালেন লিভারপুলকে সামলানোর উপায়টা জানতেন তারা।

“আমরা জানতাম, ম্যাচটা কঠিন হবে। এই দলটা তাদের ক্ষুধা, জয়ের আকাঙ্ক্ষা দেখিয়েছে। এখন আমরা কিংবদন্তি দল।…আমরা জানতাম, লিভারপুলকে কিভাবে সামাল দিতে হবে এবং নিজেদের খেলাটা খেলতে হবে।”

রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসও জানালেন, শিরোপা জয়ের আত্মবিশ্বাস সবসময় ছিল তাদের।

“আমরা সবকিছু দিয়ে লড়াই করেছি। এই জয়ের আনন্দ সীমাহীন। আমরা কখনও বিশ্বাস হারায়নি। তাই আমরা আবারও চ্যাম্পিয়ন।”