পরিসংখ্যানে কিয়েভের ফাইনাল

ইউরোপ সেরার মঞ্চে টানা তৃতীয়বারের মতো শিরোপা উৎসব করেছে রিয়াল মাদ্রিদ; প্রতিযোগিতার আধুনিক সংস্করণে যা প্রথম। দলের উৎসবে দারুণ এক ইতিহাস গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 11:27 PM
Updated : 26 May 2018, 11:48 PM

শনিবার রাতে ইউক্রেনের কিয়েভে লিভারপুলের বিপক্ষে  রিয়াল মাদ্রিদের ৩-১ গোলের জয়ের ম্যাচ জন্ম দিয়েছে আরও কিছু পরিসংখ্যান।  

# বেশি গোল করা দুটি দল উঠেছিল শিরোপা লড়াইয়ের মঞ্চে। লিভারপুল (৪০টি) এগিয়ে ছিল রিয়ালের (৩০টি) চেয়ে।

# ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দল গুলোর মধ্যে লিভারপুলের একাদশের গড় বয়স কম; ২৬ বছর ১৭০ দিন। ২০১৩ সালের ফাইনালে খেলা বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের গড় বয়স ছিল ২৫ বছর ২৫৫ দিন। সেবার বরুসিয়ার দায়িত্বে ছিলেন লিভারপুলের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপ।

# ২০১৬-১৭ আসরের ফাইনালেও এই একই একাদশ নিয়ে খেলেছিল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কোনো ক্লাব পরপর দুই মৌসুমের ফাইনালে একই একাদশ নিয়ে খেলেনি।

# চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ চারটি গোল করলেন করিম বেনজেমা। এর আগে ইংলিশ ক্লাবটির বিপক্ষে ৪ গোল করেছিলেন দিদিয়ের দ্রগবা।

# প্রথম কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন জিনেদিন জিদান।

# আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ল রিয়াল। সব মিলিয়ে বায়ার্ন মিউনিখের পর প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন।

# প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো।