জিমির হ্যাটট্রিকে জিতেই চলেছে মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন হকিতে জিতেই চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে বাংলাদেশ এসসিকে ৩-০ গোলে হারিয়ে টানা একাদশ জয় তুলে নিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 12:15 PM
Updated : 26 May 2018, 12:15 PM

১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে মোহামেডান। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ও মেরিনার ইয়াংসের পয়েন্ট ২৭ করে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার প্রথম আক্রমণ থেকেই লাগিয়ে এগিয়ে যায় মোহামেডান। দশম মিনিটে গুরজিন্দর সিংয়ের বাড়ানো বল দারুণ হিটে লক্ষ্যে পৌঁছে দেন জিমি।

ষোড়শ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় আগের ম্যাচে লিগের শিরোপাধারী মেরিনার ইয়াংসকে হারানো মোহামেডান। ডান দিক দিয়ে আক্রমণে উঠে সার্কেলের মধ্যে দুই জনকে কাটানোর পর জিমির নেওয়া রিভার্স হিট শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি গোলরক্ষক।

দুই মিনিট পর ফিল্ড গোলে লিগে ষষ্ঠ হ্যাটট্রিক পূরণ করেন জিমি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে কিছুক্ষণ খেলার পর তাকে তুলে নেন মোহামেডান কোচ মওদুদুর রহমান শুভ। জিমি না থাকায় দলটির খেলার গতি কমে। 

শনিবার প্রথম ম্যাচে লক্ষিন্দরের জোড়া গোলে অ্যাজাক্স এসসি ৫-৩ ব্যবধানে সাধারণ বীমাকে হারায়।