রিয়াল ফেভারিট নয়: জিদান

বায়ার্ন মিউনিখের পর প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরা হওয়ার হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে। লক্ষ্য পূরণ থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে নিজের দলকে অবশ্য মোটেও ফেভারিট মনে করছেন না কোচ জিনেদিন জিদান ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 06:53 PM
Updated : 25 May 2018, 07:13 PM

১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ওই সময়ের ইউরোপিয়ান কাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে একটায় ইউক্রেনের কিয়েভের ফাইনালে লিভারপুলকে হারাতে পারলে একই কীর্তি গড়বে রিয়াল। আর প্রথম দল হিসেবে টুর্নামেন্টের আধুনিক সংস্করণে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়বে তারা।

ষষ্ঠ শিরোপার জন্য উন্মুখ হয়ে থাকা লিভারপুলকে হাল্কাভাবে নিচ্ছেন না জিদান। তাই নিজের দলকে এগিয়েও রাখছেন না ফরাসি এই কোচ।

“লিভারপুলের যে সুযোগ আছে, আমাদেরও সেই একই সুযোগ আছে। ফেভারিট? ড্রেসিং রুমে আমরা এই শব্দটা বিশ্বাস করি না।”

রিয়ালের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের হাতছানি। পর্তুগিজ ফরোয়ার্ডের ভাবনা নিয়েও কথা বলেন জিদান।

“এই ম্যাচগুলো এবং এগুলোয় খেলা তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই তার জীবনের সব।”