শিরোপা জিততে মরিয়া থাকবে লিভারপুল: ক্লপ

ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ লিভারপুলের সামনে। দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের বিশ্বাস, শিরোপার জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করার ধাতটা তাদের ডিএনএর মধ্যে আছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 06:15 PM
Updated : 25 May 2018, 07:13 PM

বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে একটায় ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল।

এবারের ইউরোপ সেরার প্রতিযোগিতার শুরুতে অনেকেই ভাবেননি লিভারপুল উঠবে ফাইনালের মঞ্চে। শিরোপা লড়াইয়ের আগে সেই প্রসঙ্গই সামনে আনলেন ক্লপ। জানালেন দলের প্রতি দারুণ আস্থা থাকার কথাও।

“কেউই আমাদের এখানে আসাটা প্রত্যাশা করেনি কিন্তু আমরা এখানে; কেননা আমরা লিভারপুল। এই ক্লাবটির ডিএনএতেই সেটা আছে, যে এটা আসলেই বড় কিছুর জন্য ছুটতে পারে।”

“এই ছেলেদের নিয়ে ফাইনালে আসতে পেরে আমি আসলেই খুশি। এখানে আসার জন্য তারা অবিশ্বাস্য কঠিনভাবে লড়াই করেছে। তারা এর যোগ্য। আমি আসলেই গর্বিত।”

সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল লিভারপুল। সেবার এসি মিলানের কাছে হেরে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল তাদের।