অবিশ্বাস্য সালাহ মেসির মতো: রোনালদো

মৌসুম জুড়ে ধারাবাহিকভাবে দারুণ খেলা মোহামেদ সালাহতে মুগ্ধ ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো। তার মতে, লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার নায়ক মিশরীয় এই ফরোয়ার্ড বার্সেলোনা তারকা লিওনেল মেসির পর্যায়ের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 09:57 AM
Updated : 25 May 2018, 11:07 AM

লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই দ্যুতি ছড়িয়েছেন সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৪৪ গোল। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পাশাপাশি খেলোয়াড়দের ভোটে জিতেছেন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বর্ষসেরা হয়েছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও। 

ইউক্রেনের কিয়েভে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গত দুই বারের চ্যাম্পিয়ন রিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। এই লড়াইয়ে সালাহকে দেখা হচ্ছে ইয়ুর্গেন ক্লপের দলের অন্যতম ভরসা হিসেবে। 

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মেসির সঙ্গে তুলনা করে ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা রোনালদো বলেন, "সালাহ, আমি তাকে খুব পছন্দ করি। দারুণ সব গুণাবলীতে সে অবিশ্বাস্য এক খেলোয়াড়।"    

"তাকে মেসির মতো দেখায়। সম্প্রতি আমি পড়েছি, সে বলেছে, আমি তার অনুপ্রেরণা।"

সালাহসহ লিভারপুলের আক্রমণভাগ আছে দুর্দান্ত ফর্মে। তবে ফাইনালের ফেভারিট ভাবা হচ্ছে টানা তৃতীয় ও পাঁচ মৌসুমের মধ্যে চতুর্থবার ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে থাকা জিনেদিন জিদানের দল রিয়ালকে।

ফাইনালে অনেকগুলো গোল হবে বলে ধারণা রোনালদোর। তবে শেষ পর্যন্ত নিজের সাবেক ক্লাবেরই জয় হবে বলে বিশ্বাস তিন বারের বর্ষসেরা এই ফুটবলারের।

"আমার মতে, ৩-২ গোলে জিতবে মাদ্রিদ। তারা জিততে পারলে তাদের ইতিহাসে এটা অভূতপূর্ব ঘটনা হবে। আমি খুবই আশাবাদী।"