মেরিনার্সকেও প্রথম হারের স্বাদ দিল মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন হকিতে মেরিনার ইয়াংসকেও প্রথম হারের স্বাদ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপাধারীদের ৩-১ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 12:34 PM
Updated : 23 May 2018, 12:37 PM

আগের ম্যাচে আবাহনীকে ২-১ গোলে প্রথম হারের স্বাদ দিয়েছিল মোহামেডান। টানা ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। মেরিনার্স ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং এক ম্যাচ কম খেলা আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ম্যাচের অষ্টম মিনিটে মোহামেডানের রাব্বী সালেহীনের রিভার্স হিট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে গুরজিন্দরকে গোলরক্ষক অসীম গোপ ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় মোহামেডান। কিন্তু অরবিন্দর সিংয়ের স্ট্রোক ফেরান অসীম।

২২তম মিনিটে আবারও হতাশ হতে হয় মোহামেডান সমর্থকদের। পেনাল্টি কর্নারে শামসের সিংয়ের পুশ কামরুজ্জামান রানার স্টপের পর অরবিন্দরের হিট লক্ষ্যভ্রষ্ট হয়।

সাত মিনিট পর হাসান যুবায়ের নিলয়ের হিট রেজাউল করিম বাবুর স্টপ করার পর মামুনুর রহমান চয়নের হিট জাহিদ হোসেন ফেরালে এগিয়ে যাওয়া হয়নি মেরিনার্সের। ৩৫তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মেরিনার্স। পুস্কর ক্ষীসা মিমোর ডান দিক থেকে বাড়ানো বলে হাসান যুবায়ের নিলয়ের হিট ঠিকানা খুঁজে পায়।

৪৪তম মিনিটে অরবিন্দর ফাউলের শিকার হলে পেনাল্টি স্ট্রোক পায় মোহামেডান। গুরজিন্দরের হিট জালে জড়ালে সমতার স্বস্তি ফেরে মোহামেডান শিবিরে।

পিসি থেকে পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘণ্টা। এর আগেও এক দফা বন্ধ হয়েছিল খেলা।

শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে মোহামেডানকে টানা দশম জয় নিশ্চিত অরবিন্দর। দুটি গোলই শামসের সিংয়ের পুশ রানা স্টপ করার পর নিখুঁত হিটে করেন ভারতের এই খেলোয়াড়।