স্পেনের বিশ্বকাপ দলে নেই মোরাতা

আলভারো মোরাতাকে ছাড়া বিশ্বকাপের দল ঘোষণা করেছেন স্পেন কোচ হুলেন লোপেতেগি। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি চেলসির আরেক খেলোয়াড় সেস ফাব্রেগাস ও আতলেতিকো মাদ্রিদের উইঙ্গার ভিতোলোরও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 01:21 PM
Updated : 21 May 2018, 01:49 PM

দলের আক্রমণভাগে আছেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তা, ভালেন্সিয়ার রদ্রিগো মোরেনো ও সেল্তা ভিগোর ইয়াগো আসপাস।

স্পেনের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে চার গোল করেও লোপেতেগির নজর কাড়তে পারেননি ভিতোলো। আর গত দুই বছর ধরেই জাতীয় দলের বাইরে আছেন ৩১ বছর বয়সী সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ফাব্রেগাস।

তবে চেলসির হয়ে প্রথম মৌসুমে অনুজ্জ্বল মোরাতার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। পিঠের চোটে মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন এই ফরোয়ার্ড।

মার্চে জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচেও দলে ছিলেন না বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করা মোরাতা।

সংবাদ সম্মেলনে মোরাতার না থাকা নিয়ে লোপেতেগি বলেন, “একজন খেলোয়াড়ের জন্য এটা কঠিন মুহূর্ত। সে দলে জায়গা পাওয়ার যোগ্য ছিল।”

“আমার মূল্যবান একটি মতামত আছে যা তার জন্য বেদনাদায়ক। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি।”

“যাদের সাথে কথা বলতে হতো, আমি কথা বলেছি। আমি কারো নাম বলছি না।...২৩ জনের তালিকা করা কঠিন সিদ্ধান্ত।”

১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশদের বিশ্বকাপ অভিযান।  ‘বি’ গ্রুপে স্পেনের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো।

স্পেনের ২৩ সদস্যের দল:

গোলরক্ষক: কেপা আরিসাবালাগা (আথলেতিক বিলবাও), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), পেপে রেইনা (নাপোলি) 

ডিফেন্ডার: জর্দি আলবা (বার্সেলোনা), নাচো মনরিল (আর্সেনাল), আলভারো আরিওসোলা (রিয়াল সোসিয়েদাদ), নাচো ফের্নান্দেস (রিয়াল মাদ্রিদ), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), সিজার আসপিলিকুয়েতা (চেলসি)

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), ইসকো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সাউল নিগেস (আতলেতিকো মাদ্রিদ), কোকে (আতলেতিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), ইয়াগো আসপাস (সেল্তা ভিগো), দিয়েগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো মোরেনো (ভালেন্সিয়া), লুকাস ভাসকেস (রিয়াল মাদ্রিদ)