ফরাসি ওপেনের আগে র‌্যাঙ্কিং শীর্ষে নাদাল

রেকর্ড অষ্টমবারের মতো ইতালিয়ান ওপেন জিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 11:39 AM
Updated : 21 May 2018, 11:39 AM

রোমে রোববার ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে ৬-১, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতেন নাদাল। সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে পেছনে ফেলে ষষ্ঠ বারের মতো র‌্যাঙ্কিং শীর্ষে উঠেছেন ৩১ বছর বয়সী এই স্প্যানিশ।

আগামী রোববার শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন। একাদশ বারের মতো এই শিরোপা জেতার লড়াইয়ে নামার আগে দারুণ ছন্দে আছেন নাদাল। ক্লে-কোর্টে গত চার টুর্নামেন্টের তিনটিতেই শিরোপা জিতেছেন ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী।

ফরাসি ওপেনে শিরোপা ধরে রাখা প্রসঙ্গে ক্লে-কোর্টের রাজা নাদাল বলেন, "প্যারিসে সবকিছুই ভিন্ন হবে। অবশ্যই এমন একটা জয় সহায়ক হবে। কিন্তু সব দিক থেকেই প্যারিসে পরিস্থিতি ভিন্ন হবে। আজকের সময়টা এই জয় উদযাপন করার, রোলা গাঁরো নিয়ে চিন্তা করার নয়।"