ফুটবলের নতুন কোচ জেমি ডে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2018 08:06 PM BdST Updated: 17 May 2018 08:24 PM BdST
-
ছবি: ওয়েলিং ইউনাইটেড
কদিন ধরেই শোনা যাচ্ছিল ব্রিটিশ কোচ জেমি ডে হতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের কোচ। গুঞ্জনটাই সত্যি হলো। বৃহস্পতিবার ৩৮ বছর বয়সী এই কোচকে এক বছরের জন্য দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
“সবকিছু আজই ঠিক হয়েছে। আপাতত তার সঙ্গে আমাদের চুক্তিটা এক বছরের।”
“সোমবার ডে ভিসার জন্য আবেদন করবেন। ভিসা পেলেই তিনি চলে আসবেন।”
আগামী ১৮ অগাস্টে জাকার্তা-পালেমবাংয়ে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস হবে ডের প্রথম মিশন। এরপর অক্টোবরে ঢাকায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সাফের পর চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হতে পারে।
“আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হবে। তখন আমরা তার বিষয়গুলো পর্যালোচনা করব। যদি তার কাজে সন্তুষ্ট হই, তাহলে সে তখনই লম্বা সময়ের জন্য চুক্তি বাড়িয়ে নেবে কিনা, সেগুলো ঠিক করা হবে।”
গত এপ্রিলের শুরুতে হঠাৎ করেই জাতীয় দলের চাকরি ছেড়ে দেন অ্যান্ড্রু অর্ড। কদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ব্রিটিশ কোচ দিয়ে অর্ডের শূন্যস্থান পূরণের ইঙ্গিত দিয়েছিলেন।
আর্সেনালের চুক্তিবদ্ধ হওয়া ডে কখনও সিনিয়র টিমের হয়ে খেলতে পারেননি। ক্লাব ক্যারিয়ারে এফসি বোর্নমাউথ, ওয়েলিং ইউনাইটেডের মিডফিল্ডে খেলেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দল পর্যন্ত খেলা ডে কখনও জাতীয় দলের হয়েও খেলেননি।
২০০৯ সালে খেলার পাশাপাশি কোচ হিসেবে ওয়েলিং ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করা ডে সর্বশেষ ইংল্যান্ডের পঞ্চম সারির লিগের দল এএফসি ব্যারোর সহকারী কোচ ছিলেন।
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
-
সেভিয়া-বার্সার পাঠ চুকিয়ে 'ঘরে ফিরলেন' লুক ডি ইয়ং
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে