বিশ্বকাপে খেলা চলার সময়ই ফুটবলারদের উপাত্ত পাবে দলগুলো

রাশিয়া বিশ্বকাপে ম্যাচ চলার সময়েই প্রতিটি ফুটবলারের ও বলের অবস্থান বিশ্লেষণ করা এবং তা দলগুলোকে দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 10:43 AM
Updated : 17 May 2018, 10:43 AM

৩২টি দলের প্রতিটিকে দুটি করে হাতে বহনযোগ্য ট্যাব দেওয়া হবে বলে ফিফা জানিয়েছে। একটি ট্যাব দিয়ে গ্যালারিতে বসা দলের বিশ্লেষক তার বিশ্লেষণ পাঠাবেন মাঠের ডাগআউটে। সেখানে আরেকটি ট্যাবে তা দেখতে পারবেন সহকারী কোচ।

দুটি অপটিক্যাল ট্র্যাকিং ক্যামেরা দিয়ে খেলোয়াড় ও বলের অবস্থানের উপাত্ত সংগ্রহ করা হবে। সেই উপাত্তের পাশাপাশি লাইভ ফুটেজও দেওয়া হবে বিশ্লেষককে। একটি অ্যাপলিকেশনের মাধ্যমে বিশ্লেষক খেলোয়াড়দের উপাত্ত বিশ্লেষণ করে সহকারী কোচকে পাঠাতে পারবেন।

প্রয়োজনে তিনি স্থির চিত্র ও ড্রয়িংও পাঠাতে পারবেন ডাগআউটে। একটি চ্যাট টুলের মাধ্যমে দুই পক্ষ বার্তা আদান-প্রদান করতে পারবেন। কথা বলতে পারবেন রেডিও যোগাযোগের মাধ্যমে।

নতুন প্রযুক্তিতে পাওয়া উপাত্ত খেলা চলাকালে, বিরতিতে এবং খেলার পরে মূল্যায়ন করতে পারবেন কোচিং টিমের সদস্যরা।