ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতে পারেন নেইমার

রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগে নেইমার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বলে আশাবাদী ব্রাজিল দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 09:50 AM
Updated : 15 May 2018, 09:50 AM

পিএসজির হয়ে লিগ ওয়ানে ফেব্রুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকেই মাঠের বাইরে নেইমার। আশা করা হচ্ছে বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 

১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে সেলেসাওদের। 'ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

সোমবার রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল। অনুমিতভাবেই দলে আছেন নেইমার। দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার  আশা করছেন, আগামী ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেই দেখা যেতে পারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে।

নেইমারের চোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের লাসমার বলেন, “আমরা নেইমারের নতুন নতুন পরীক্ষা করছি। তার অগ্রগতি খুবই ভাল।”

“আগামী সপ্তাহের দিকে সে দলের সাথে অনুশীলন শুরু করতে পারবে। … আমরা আশা করছি, পরের সপ্তাহে সে বল নিয়ে কাজ শুরু করে দিবে। লক্ষ্য থাকবে সে যাতে চূড়ান্ত ধাপটায় তিতের সঙ্গে কাজ করার জন্য ফিট হতে পারে। যাতে সে প্রথম প্রীতি ম্যাচটিতে অংশ নিতে পারে।”