আর্জেন্টিনার বিশ্বকাপ দলে দিবালা-ইকার্দি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2018 03:20 PM BdST Updated: 15 May 2018 03:20 PM BdST
পাওলো দিবালা ও মাওরো ইকার্দিকে নিয়ে রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
সোমবার ঘোষিত এই দল আগামী সপ্তাহে ২৩ জনে নামিয়ে আনবেন কোচ হোর্হে সাম্পাওলি।
দলে লিওনেল মেসি ও পাওলো দিবালা একই পজিশনে খেলার কারণে প্রায় সবসময়ই দুজনের মধ্যে তুলনা হয়। জাতীয় দলে দুজনকে একসঙ্গে খেলানোটাও হয় কঠিন। একই কারণে মার্চে আর্জেন্টিনার সবশেষ আন্তর্জাতিক সূচিতে ইউভেন্তুসের দিবালাকে দলের বাইরে রেখেছিলেন কোচ সাম্পাওলি। সে সময় দলে ছিলেন না ইন্টার মিলানের ফরোয়ার্ড ইকার্দিও।
গত মার্চে দুটি প্রীতি ম্যাচে দলে ডাক পাওয়া আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আনহেল কোররেয়া ও ইন্দেপেনদিয়েন্তের ডিফেন্ডার ফাবরিসিও বুস্তোসের বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি। অন্যদিকে, চোট থাকা সত্ত্বেও স্ট্রাইকার সের্হিও আগুয়েরো ও মিডফিল্ডার লুকাস বিগলিয়াকে দলে রেখেছেন কোচ।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।
গোলরক্ষক: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), উইলফ্রেদো কাবাইয়েরো (চেলসি), নাহুয়েল গুজমান (ইউএএনএল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার: গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), ক্রিস্তিয়ান আনসাল্দি (তোরিনো), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফর্চুন), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), ফেদেরিকা ফাসিও (রোমা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (স্পোর্তিং সিপি), রামিরো ফুনেস মোরি (এভারটন)
মিডফিল্ডার: মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম), লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), রিকার্দো সেন্তুরিয়ন (রেসিং), মাক্সিমিলিয়ানো মেসা (ইন্দিপেনদিয়েন্তে), লুকাস বিগলিয়া (এসি মিলান), গুইদো পিসাররো (সেভিয়া), এন্দো পেরেস (রিভার প্লেট), এভার বানেগা (সেভিয়া), জিওভানি লো সেলসো (পিএসজি), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্তিং সিপি), আনহেল দি মারিয়া (পিএসজি), ক্রিস্তিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাবলো পেরেস (বোকা জুনিয়র্স)
ফরোয়ার্ড: পাওলো দিবালা (ইউভেন্তুস), দিয়েগো পেরোত্তি (রোমা), লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গনসালো হিগুয়াইন (ইউভেন্তুস), লাউতারো মার্তিনেস (রেসিং) মাউরো ইকার্দি (ইন্টার মিলান)
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ