লেভান্তের কাছে হারের পরও গর্বিত বার্সার বুসকেতস

লেভান্তের মাঠে হেরে চলতি লা লিগায় বার্সেলোনার অপরাজিত থাকার লক্ষ্য ভেস্তে গেলেও মাথা উঁচুই রাখছেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 04:14 PM
Updated : 14 May 2018, 04:14 PM

রোববার রাতে স্পেনের শীর্ষ লিগে প্রতিপক্ষের মাঠ থেকে ৫-৪ গোলে হেরে ফিরে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা এরনেস্তো ভালভেরদের দল।

এক পর্যায়ে ৫-১ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা দারুণভাবে ঘুরে দাঁড়ালেও লিগে মৌসুমের প্রথম হার এড়ানো সম্ভব হয়নি তাদের।

কাম্প নউয়ে আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি। মৌসুমের শেষ পর্যন্ত অপরাজিত থাকতে না পারায় তাদের শিরোপা উদযাপনে থাকতে পারে হতাশার ছায়াও। অবশ্য এমন ভাবনা অযৌক্তিক বলে মনে করেন বুসকেতস।   

“এটা সত্যি যে, আমরা এবারের মৌসুমটা অপরাজিত থেকে শেষ করতে চেয়েছিলাম। তবে আমরা এখন পর্যন্ত যা করেছি তা আমাদের প্রাপ্যই ছিল।”

“এটা হতাশার যে, আমরা হেরে গেছি। পাল্টা আক্রমণে তারা আমাদের আটকে ফেলে এবং দ্রুত গতির ফুটবল খেলে। মনোযোগেও আমাদের কিছুটা ঘাটতি ছিল। ৫-১ ব্যবধান ঘুচিয়ে দেওয়াটা খুবই কঠিন।”

“ড্র করার সুযোগ আমাদের ছিল। কিন্তু এটা আমাদের রাত ছিল না।”

তবে পুরো মৌসুম জুড়ে দল গর্ব করার মতো পারফরম্যান্স দেখিয়েছে বলে দাবি বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডারের।

“পুরো মৌসুম জুড়ে আমাদের পারফরম্যান্স খুবই অসাধারণ হয়েছে। এতে আমাদের গর্বিত হওয়া উচিত। এখনও আমরা গর্বিত।”

“আমাদের আরও একটা ম্যাচ রয়েছে। কাম্প নউয়ে সমর্থকদের সঙ্গে আমরা শিরোপা উদযাপন করব।”