ব্রিটিশ কোচ নিয়োগের পরিকল্পনা বাফুফের

গত এপ্রিলে অ্যান্ড্রু অর্ড চলে যাওয়ার পর থেকে জাতীয় ফুটবল দলের কোচের চেয়ারটা ফাঁকা। সেই শূন্যস্থান ব্রিটিশ কোচকে দিয়ে পূরণের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি। তবে জানানো হয়নি কোচের নাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 02:55 PM
Updated : 14 May 2018, 03:17 PM

রোববার কমিটির সভা শেষে সভাপতি কাজী নাবিল আহমেদ জানান কোচ চূড়ান্ত করে শনিবার জানানো হবে নাম।
 
“আমরা এখনও কোচের ব্যাপারটা ‍চূড়ান্ত করিনি। এখনও একটি-‍দুটি বিষয় চূড়ান্ত করার আছে এবং আমরা সেটা আগামী শুক্রবারের মধ্যে করে ফেলব এবং শনিবার আপনাদের নামটি জানাব।”
 
“তিনি অন্য একটা জায়গায় কাজ করছেন এবং তাকেও কর্তৃপক্ষকে নোটিশ দিতে হবে। আগামী শুক্রবারের মধ্যে সবকিছু ঠিক করে ফেলার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি একজন বৃটিশ কোচ; আমি লন্ডনে থাকাকালে তার সঙ্গে আমার কথা হয়েছে। আগামী ১ জুনে তিনি আমাদের দলের দায়িত্ব নিতে পারেন।”
 
আগামী ১৮ অগাস্টে জাকার্তা-পালেমবাংয়ে শুরু হবে এশিয়ান গেমস। এরপর অক্টোবরে ঢাকায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ দুটি টুর্নামেন্ট সামনে রেখে আগামী ১৯ বা ২০ মেতে আবার ক্যাম্প শুরু হবে বলেও জানান নাবিল।