ইপিএলের মৌসুম সেরা সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 12:18 PM
Updated : 13 May 2018, 01:40 PM

৩ কোটি ৪০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রোমা থেকে লিভারপুলে নাম লেখানো মিশরের এই খেলোয়াড় ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে করেছেন ৩১ গোল।

রোববার চলতি লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। অ্যানফিল্ডে এই ম্যাচে একটি গোল পেলেই ইপিএলের ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেবেন সালাহ।

মৌসুম জুড়ে দুর্দান্ত খেলা সালাহ এরই মধ্যে খেলোয়াড়দের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পাশাপাশি বর্ষসেরা হয়েছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও।       

ইংলিশ ফুটবলে ২০১৪-২০১৬ সময়ে চেলসির হয়ে সফল হতে না পারলেও লিভারপুলে দ্যুতি ছড়াতে দেরি করেননি সালাহ। সব ধরনের প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫০ ম্যাচে করে ফেলেছেন ৪৩ গোল।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ২৫ বছর বয়সী সালাহ বলেন, “তারা বলে, প্রথমবার আমি এখানে (ইংলিশ ফুটবলে) সাফল্য পাইনি। তাই প্রিমিয়ার লিগে সফল হওয়ার বিষয়টা সবসময় আমার মনে ছিল। আমি খুবই খুশি। এটা জিততে পেরে আমি অনেক গর্বিত।”