বাংলাদেশ ওপেনে পিছিয়ে পড়েছেন জামাল

বাংলাদেশ ওপেনের দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে শীর্ষে ওঠা জামাল হোসেন মোল্লা তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়েছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 01:32 PM
Updated : 11 May 2018, 01:32 PM

কুর্মিটোলা গলফ কোর্সে শুক্রবার তিনটি বার্ডি, দুটি বোগি ও একটি ডাবল বোগি করেন জামাল। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলে একজনের সঙ্গে সপ্তম স্থানে আছেন গত বিটিআই ওপেনে রানারআপ হওয়া এই গলফার।

তৃতীয় রাউন্ডেও আলো ছড়াতে পারেননি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। তিনটি বার্ডি ও দুটি বোগি করেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলা সিদ্দিকুর দুই জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে আছেন।

তৃতীয় রাউন্ডে একটি বার্ডি ও তিনটি বোগি করা বাদল হোসেনও ১৯তম স্থানে আছেন।

এছাড়া দেশি গলফারদের মধ্যে শাখাওয়াত সোহেল ও সজীব আলি যৌথভাবে ৩৮তম এবং আব্দুল মতিন যৌথভাবে ৪৯তম স্থানে আছেন।

তিন লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এই আসরে পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক হ্যারিসন।